Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

জিডি তদন্ত করার নিয়ামবলীঃ

 

ক) প্রথমে ঘটনাটি তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের অনূমতির চাহিয়া তদন্তকারী অফিসার আদালতের কাছে আবেদন করিবেন।

খ) আদালতের অনুমতি প্রাপ্ত হয়ে তদন্তকারী অফিসার ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে যাবেন।

গ)প্রাপ্ত সাক্ষী প্রমানে বিবাদীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে  প্রমানীত হইলে তার বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতের বরাবর নন এফ আই আর প্রসিকিউসন নিতে হয় ।

গ) অতঃপর আদালত উক্ত  অভিযোগের ভিত্তিতে বিবাদীকে কোর্টে হাজির হবার জন্য তলব করবেন ।

ঘ) আদালতের আদেশ মোতাবেক কোর্টে হাজির না হলে আদালত উক্ত বিবাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে থাকেন।